মার্চ ১১, ২০১৫

Welcome to LinkedIn !

<a href="http://bd.linkedin.com/pub/shazzadul-alam/65/831/588">
     
          <img src="https://static.licdn.com/scds/common/u/img/webpromo/btn_myprofile_160x33.png" width="160" height="33" border="0" alt="View shazzadul alam's profile on LinkedIn">
       
    </a>

জুলাই ২৪, ২০১৪

আগস্ট ২২, ২০১৩

মাদক এবং মুক্ত চিন্তা !

" সব মাছ আবর্জনা খায় , নাম হয় পাঙ্গাসের "

... ঐশীর জন্য চারিদিকে শুধু ঘৃণা আর ঘৃণা , আসলে কি শুধু ঘৃণাই তার প্রাপ্য ?
দু দিন আগে কি আমরাই তাকে স্মার্ট , মডার্ন আর Classy বলে মুগ্ধ করিনি ...
তার শরীরের ভাজে ভাজে চোখ বুলিয়ে তৃপ্তি নেইনি ...
... গোল্ডেন ট্রায়াঙ্গল এর ট্রানজিট হিসেবে নাম ধারী এই দেশে পরিসংখ্যান মতে মাদক সেবীর সংখ্যা শতকরা
1. Male 93.9 %
2. Female ( in Dhaka city) 20.6 %
3. Unmarried 64.8 %
4. Either students or unemployed (youth generation) 56.1 %
5. Smokers 95.4 %
6. Influenced by friends 85.7 %
7. Addicted to codeine-containing cough syrup 65.8 %
8. Addicted to more than one drug 64.3 %
9. Took drugs in groups 65.8 %
10. A history of unprotected sex 63.8 %

নিজের চারিদিকে চোখ খুলে দেখুন , হয়ত আমি আপনি , আমাদের ভাই বোন আজ এই মরন নেশার কবলে ...
শুধু ফেসবুকে ছি ছি ছি বলে ... সুশীল সেজে লাভ নাই ... সময় এখন জেগে উঠার ।
সব শেষে ...
" রোগীকে নয় , রোগকে ঘৃণা করুন "

মে ১৯, ২০১৩

Aurora ~ Roman goddess of dawn.

 In  Roman mythology , Aurora, goddess of the dawn, renews herself every morning and flies across the sky, announcing the arrival of the sun .
An aurora , from the Latin word aurora, "sunrise"  is a natural light display in the sky particularly in the high latitude Arctic and  Antartic regions, caused by the collision of energetic charged particles with atoms in the high altitude atmosphere . 
Aurorae are classified as diffuse or discrete. The diffuse aurora is a featureless glow in the sky that may not be visible to the naked eye, even on a dark night. It defines the extent of the auroral zone. The discrete aurorae are sharply defined features within the diffuse aurora that vary in brightness from just barely visible to the naked eye, to bright enough to read a newspaper by at night.
In northern laititudes, the effect is known as the aurora borealis (or the northern lights), named after the Roman goddess of dawn, Aurora, and the Greek name for the north wind, Boreas, by Pierre Gassendi in 1621

Auroras seen near the magnetic pole may be high overhead, but from farther away, they illuminate the northern horizon as a greenish glow or sometimes a faint red, as if the Sun were rising from an unusual direction.
  aurora australis from Amundsen-Scott S.P.S
25-second exposure of the  aurora australis

Aurora now had left her saffron bed,
And beams of early light the heav'ns o'erspread,
When, from a tow'r, the queen, with wakeful eyes,
Saw day point upward from the rosy skies.

মে ২১, ২০১২

New in Odesk.


আমি মূলত Bsc IN Texile,SouthEast Uni ,(Banani )Study করার পাশাপাশি ওডেস্কে ফ্রিল্যান্সিং করছি আজ আমি আপনাদের সাথে আমার ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব. আমি ধারাবাহিকভাবে কিছু কাজ পাওয়ার পন্থা বর্ণনা করছি যারা ওডেস্কে ওয়েব ডেভলাপমেন্টের কাজ পেতে চান তারা এই নির্দেশনাগুলো অনুসরণ করে দেখতে পারেন

আমি ধরে নিচ্ছি আপনার একটি ওডেস্ক একাউন্ট আছে প্রথমে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ওডেস্কে লগইন করুন লগইন করার পর এরকম একটি হোমপেজ আসবে:

এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার একাউন্টকে ১০০% কমপ্লিট করা আমার পরামর্শ হচ্ছে প্রথমে আপনার প্রোফাইলকে ১০০% করুন তারপর আপনি যে ধরনের ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে চান সে কাজগুলো ভালকরে বুঝে বিড করুন আমি প্রথমেই দেখাচ্ছি কিভাবে আপনার প্রোফাইলকে ১০০% কমপ্লিট করবেন তারপর আপনাদের কিছু বুলেট টিপস দিব যেগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ অপনারা ওডেস্কে কাজ পেয়ে যাবেন
Odesk profile 100% is not a dream:
আমার পরামর্শ হছে প্রথমে আপনার প্রোফাইলকে ১০০% কমপ্লিট করুন প্রোফাইল ১০০% কমপ্লিট হলে

নিচের ছবির মত তথ্য দেখতে পাবেন
undefined
ওডেস্ক একাউন্ট খুলার পরেই প্রোফাইলকে ১০০% কমপ্লিট করাটা জরুরী যদিও আমি দেখেছি যে অনেক expert developer রা প্রোফাইলকে ১০০% কমপ্লিট না করে কোন ওডেস্ক টেস্ট না দিয়েই কাজ পেয়ে যান তাদের কথা আলাদা, যারা মোটামুটি কাজ পারেন তাদের জন্যই এই ব্যবস্থা

তো আসুন প্রোফাইলকে ১০০% করার প্রক্রিয়ায় অমি ক্রমানুসারে বিষয়টি দেখাচ্ছি:

) লগিন করার পর হেমপেজ এর ডান দিকে ইউজারনেম এর Account & Profile settings ক্লিক করুন

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxzaSC3pXvXl_NCqmW7kJtOTh7rcOMBuDqE2U3fBqa1iCDuTd7KqrbMgvHXMRCobfhhSrNaJiDhj_f_BLlzFO_ABaZbGCv42BfdzMst3HpQrBXQde6VLGicb-lglIGBOYO4YtjbKKxpOY/s400/3.png
) এবার আপনার Security Question এর উওর দিন

) এখন Profile & Settings Option আসবে -

undefined
) চিত্রে দেখুন বামদিকে Profile & Settings মেনু রয়েছে এবং User Info show হচ্ছে এখান থেকে User Info, My Contractor Profile, My Test মেনুর অপশনগুলো ভালভাবে ফিলআপ করলেই হবে তাহলেই আপনার প্রোফাইল কমপ্লিটনেস % থেকে বাড়তে থাকবে

) Fill up User Info: ইউজার ইনফোতে দুটি সেকশন রয়েছে, একটি হচ্ছে Your Account info আন্যটি Your Location Info

) Your Account info পরিচিতি: এখানে প্রথমে রয়েছে User ID, First Name, Last Name এটি আপনি যখন প্রথম একাউন্ট খুলেছিলেন তখনকার ইনফরমেশন

) তারপর রয়েছে Verification Status, এটি অত্যন্ত গুরুত্বপুর্ণ, এটিও কাজ পেতে সাহায্য করে এটি ভেরিফাই করতে verify your identity লিংকটিতে ক্লিক করুন এখানে তিনটি স্টেপ রয়েছে, প্রথমে আপনার একটি ক্লিয়ার ফটো দিতে হবে, দ্বিতীয় স্টেপে আপনার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের ফটো এবং তৃতীয় স্টেপে আপনার ব্যংক স্টেটমেন্ট দিতে হবে তখন ওডেস্ক আপনাকে কিছুদিনের মধ্যে আইডি ভেরিফাই করে দিবে
) তারপর রয়েছে Odesk Email, Personal Email এবং Security Email
) তারপর রয়েছে Portrait এখানে আপনি আপনার ফটো দিবেন ফটো দেোয়ার সাথে সাথেই আপনার প্রোফাইল কমপ্লিটনেস ১০% বাড়বে
১০) Your Location Info পরিচিতি: এখানে আপনি অপনার Timezone, Address, City, Country, Postal Code / Zip, Phone নাম্বার ইত্যাদি দিবেন

Fill up My Contractor Profile:
মাই কন্ট্রাক্টর প্রোফাইলে নয়টি সেকশন রয়েছে, এগুলো হচ্ছে My Account Summary, My Public Profile, Categories, Skills, Emplacement History, Education, Portfolio Project, Certifications, Other Experiences

মাই কন্ট্রাক্টর প্রোফাইল শক্তিশালী হলে কাজ পেতে সুবিধা হয়। প্রথমদিকে বায়াররা কন্ট্রাক্টর প্রোফাইল এবং বিড এমাউন্ট দেখেই কাজ দিয়ে থাকে।

) My Account Summary পরিচিতি :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioKyW9VHhpAUTQURm53WV8p0HnXXyWdZP4yodXSHsVGp1W4lRFBB_yfA303JpojsQg5FDy2pbqOZ4sc4zRGRD4sinu7ww1gNadcS9BGTLY6URplPtAyRGcMs8Gf7MnzCjaTGoxDL8_3YU/s640/1.png

.) Title: টাইটেল হিসেবে আপনি ওয়েব ডেভলাপমেন্টের যে বিষয়গুলো পারেন সেগুলো দিতে পারেন অথবা নিচের মতো একটি ট্যাগলাইন দিতে পারেন।

Title: PSD to XHTML, CSS, JAVASCRIPT, JQUIRY, PHP, MYSQL, JOOMLA, WORDPRESS, MAGENTO.

অথবা,

Title: Creative & professional solution for web development

.) Portrait: এখানে আপনার একটি সুন্দর ছবি দিন।

.) Personal E-mail: আপনার ইমেইল এ্যাড্রেস দিন।

.) Hourly Pay rate: আপনার ঘন্টা হিসেবে কাজের মূল্য লিখুন। নতুনরা $1 থেকে $2 দিলে ভাল হয়, পরবর্তীতে আপনি অনেকগুলো কাজ কমপ্লিট করার পর Hourly Rate বাড়িয়ে দিতে পারেন।

.) oDesk Ready: ওডেস্কে কাজ করতে হলে একটি রেডিনেস টেস্ট দিতে হয়। এখানে একটি রেডিনেস টেস্ট লিংক আছে, টেস্টটি দিয়ে দিন। টেস্ট শুরু করার পূর্বে টেস্টের সাইটের নিয়মকানুনগুলো ভাল করে পড়ে নিন। তাহলে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে খুব উপকারে আসবে। আর পড়ার সময় না থাকলে ওডেস্কে রেডিনেস টেস্টের প্রশ্নের উওর পাবেন এই লিংকে তবে পরে সাইটের নিয়মকানুনগুলো সময় নিয়ে অবশ্যই জেনে নিন।

.) Profile Completeness: আপনার বতর্মান প্রোফাইল কমপ্লিটনেস কত % আছে তা এখানে দেখাবে। এবং প্রোফাইল কমপ্লিটনেসের পাশে একটি লিংক থাকে যা ফলো করলে পর্যায়ক্রমে আপনার প্রোফাইল কমপ্লিটনেস বাড়বে।

.) Job Application Quota: এখানে আপনি প্রতি সপ্তাহে কয়টি কাজে এপ্লিকেশন করতে পারবেন তা দেখাবে। প্রোফাইল কমপ্লিটনেস বাড়ার সাথে সাথে জব এপ্লিকেশন কোটা বাড়তে থাকে।


) My Public Profile পরিচিতি :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmeCG1s6E1p7XiJzhDwskIeV7jQgfFlZJYGroFsqyHZbShZl1Gz5dqAnFYJJYgBKu5cnnkYwPs2HtOVCSA7RRslKKMiYDsOZKsSXxCWkhCTeNGYDp9fym9xbCr5PEeV5HZN5qv_9JZk2k/s640/2.png

.) Profile Access: আপনি আপনার প্রফাইল পাবলিক না প্রাইভেট রাখতে চান এখানে তা নির্ধারণ করে দিতে পারেন। প্রোফাইল একসেস পাবলিক রাখলে সবাই আপনার প্রফাইল দেখতে পাবে আর প্রাইভেট রাখলে শুধু বায়ার আপনার প্রোফাইল দেখতে পাবে। আমার পরামর্শ হচ্ছে প্রোফাইল পাবলিক রাখুন, এতে সার্চ ইঞ্জিন এটি খুজে পাবে।

.) Display Name: আপনার নামের কোন অংশটুকু দেখাবে এখানে তা বলে দেওয়া যায়।

.) Primary Role: আপনার কাজের ধরন অনুযায়ী এখানে আপনার Primary role define করতে পারেন। যেমন programmer/developer, Data Entry Professional, Technical writer ইত্যাদি উল্লেখ করে দিতে পারেন।

.) Title: এটি পূর্বেই আলোচনা করা হয়েছে . দেখুন।

.) Weekly Availability: আপনি সপ্তায় কত ঘন্টা কাজ করতে পারবেন এটি উল্লেখ করে দিতে পারেন। যেমন- আপনি যদি দিনে গড়ে ঘন্টা ওডেস্কে কাজের জন্য ফ্রি থাকেন তাহলে x = ২১ ঘন্টা দিয়ে দিতে পারেন।

.) Years of Experience: সংশ্লিষ্ট কাজে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে তা এখানে উল্লেখ করুন। অভিজ্ঞতা মাসের থাকলেও কমপক্ষে দুই বছরের উল্লেখ করুন।

.) English: এখানে আপনার English Proficiency Level উল্লেখ করুন। আপনি যদি মোটামুটি ইংরেজী বুঝতে এবং লেখতে পারেন তাহলেও এখানে দিয়ে দিন।


.) Objective: এখানে আপনার ফ্র্রিল্যান্সিং ক্যারিয়ারের উদ্দেশ্যসমূহ লিখতে পারেন।


) Categories পরিচিতি :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijhlrPCv97ravjqmbcVuKtSatt7fPIfktOXuTDY3pJ92_CvaHpKH8xZ-m5rcHYDS3MTV3nM7daABnw-LRZ1N-kqXqEa3QOvXx70fbvBntVgCCrTE_-eM6vnjHtDRmPdbg2E9aFfX2Xvx4/s640/3.png

এখানে আপনার ফ্র্রিল্যান্সিং কাজের ধরন নির্ধারন করে দিন। আপনি ফ্রিল্যান্সিং যেধরনের কাজ করতে চান এখানে তার ক্যাটাগরি এবং সাব-ক্যাটাগরি নির্ধারন করে দিন।


) Skills পরিচিতি :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr9mOc4Qhd46LWshyphenhyphen_pSqf2KhF5xo3g3eBSjMuLX08Ely2OJ17Nr79fuLtmgTrYfliHhpeOdbEvPbhI6tbK-gpR-hq6fKSCs2WmygjJqCteUL8cfz3C4xB7SzN6rHHBnvy0fBTW_WYtFk/s640/4.png

আপনার নির্দিষ্ট বিষয়ে কি কি দক্ষতা আছে তা নির্ধারণ করে দিন। এখানে আপনার তৈরি করা কোন প্রজেক্ট উল্লেখ করে দিতে পারেন।


) Employment History পরিচিতি :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtkQoatfHDnfj4uXZmpiloMCTRWWRCqnVxZZ-MB5kRWK0aruit4lPdpnPkc9P-fXcuRNrQ44ytlqmy8b2AeBS8OlO9H0cDiblwetKalx8QeMgzYuwCHQNRPotFiLhE3-LuG4n2VxdkfuA/s640/5.png

আপনি যদি কোন প্রতিষ্ঠানে পূর্বে কাজ করে থাকেন তাহলে এখানে তার বর্ণনা দিতে পারেন।


) Education পরিচিতি :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5fwq0FGnkOunjm1xCvT9930aGtxsm-veJPdgsQP6hc52CBdYT3tgLYMZye42UMSGvoEUVghIr6ALWcfhF-mSgA3go7QBqor6W0feKW_k96Sa_rnXCMcWrlg3m8G1dfNFpRM2xkuFfTFU/s640/6.png

এখানে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার তথ্য দিন।


) Portfolio Projects পরিচিতি :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJyNQT6tCxfVUVMiA1PpUp64_rRdz9EXH6J_jgb31bZvkIVQwoqmVDEu2rDBlftZs6c31BITmw37V1fK4ZkKfumwE5iJmc3WK6cu8ONhMVlYpZEyq590iwfkNbEEu81eoC4_meAmztlX0/s640/7.png

ওডেস্কে কাজ পেতে হলে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। Portfolio হচ্ছে অপনার পূর্বের করা কাজগুলো। নতুন যারা ওয়েব ডেভলাপমেন্টের কাজ করতে চান এবং যাদের পূর্বের কোন কাজ নেই তারা ডেমো প্রজেক্ট বানিয়ে সার্ভারে রেখে দিন। এটি এখানে যোগ করুন আর বিড করার কভার লেটারে লিংক দিয়ে দিন। যেমন- আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হোন তাহলে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করুন এবং এটি সার্ভারে রেখে দিন http://www.yourdomain.com/yourproject আর আপনি যদি একজন ওয়েব প্রোগ্রামার হন তাহলে একটি ভাল ওয়েব এপ্লিকেশন তৈরি করুন এবং এটি সার্ভারে রেখে দিন। আপনার যদি নিজের কোন ওয়েবসাইট থাকে তাহলে প্রজেক্টগুলো আপনার ওয়েবসাইটের সাবডোমেইন রেখে দিতে পারেন অথবা আপনার পরিচিতজনের ওয়েবসাইট থাকলে সেটির সাবডোমেইন আপনার প্রজেক্টগুলো রেখে দিতে পারেন।


) Certifications পরিচিতি :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_u1uK44W_jNRfLwhsXIoUYQatVGik3H9TitfjbcWX7QBKk9Cb8UK7KUqe9SlmvAYAj1oM4aen_1n1h89jAx45pZ-e3e1QE9p-CPm7JtEW6mEtbKeemk_k1oZGI6Ea8Wo9jAX326nQV-E/s640/8.png


আপনার কোন প্রফেশনাল সাটিফিকেট থাকলে এটি এখানে উল্লেখ করতে পারেন এটিও কাজ পেতে সাহায্য করে।
Brainbench Certifications 
নিতে পরেন আপনে এখান থেকে


) Others Experiences পরিচিতি:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhykVtlIr8-i4XptEc-1w2OL2hBfmlI4kqAuP2bgRICz9fM3WnjsvuIBa0qerY1EvrdL1kseMjg5sO0dR2J3jOjYKbFBlmLJiXlAl6L-iCjsFzLl9lQhT405PE8fB5ihyaK_bBhVBnveTY/s640/9.png

আপনার অন্যান্য সব অভিজ্ঞতা আপনি এখানে বর্ণনা করতে পারেন। যেমন আপনি যদি ওয়েব প্রোগ্রামিং, গ্রাফিক্স খুব ভাল পারেন তাহলে এটি এখানে উল্লেখ করুন



My Test পরিচিতি:
এখানে আপনি অপনার কাজের ধরন অনুসারে বিভিন্ন টেস্ট দিতে পারেন। টেস্টগুলোতে পাশ করলে আপনাকে ক্লায়েন্ট নির্দিষ্ট কাজের ব্যাপারে আরও গুরুত্ব দিবে। প্রাথমিকভাবে একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলের Portfolio, Test এবং Resume এর উপর ভিওি করে কাজ দিয়ে থাকেundefined

আপনি যদি ওয়েব ডেভলাপার হন তাহলে ওয়েব ডেভলাপমেন্টের যে ল্যঙ্গুয়েজ এবং ফ্রেমওয়ার্কগুলো নিয়ে আপনি কাজ করেন সেগুলোর উপর পরীক্ষা দিতে পারেন। ওডেস্কে প্রায় ৩৪৪টি বিষয়ের উপর পরীক্ষা দেওয়া যায়।

ধরুন আপনি একজন ওয়েব ডিজাইনার, আপনি psd to xhtml, css editing এর কাজ করেন তাহলে আপনি ওডেস্কে HTML 4.01 Test, CSS 2.0 Test, XHTML 1.0 Test, CSS 3 Test, Adobe Photoshop Test গুলো দিতে পারেন টেস্টগুলোতে ভাল মার্কস পেলে ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কাজে বিশ্বাস করবে।
আপনি যদি ওয়েব প্রোগ্রামার হন তাহলে আপনি PHP Test, Advanced PHP Test, MySQL Test, Joomla Test, Wordpress Test দিতে পারেন। অনেক সময় ক্লায়েন্ট তার প্রজেক্টের বিবরণে বলে দেয় যে নির্দিষ্ট টেষ্টে আপনাকে পাশ করতে হবে।

সাধারনত সব পেশার লোকজন যে টেস্টগুলো দিতে পারেন সেগুলো হচ্ছে
) oDesk readiness test এই টেস্টে পাশ করার মানে হচ্ছে আপনি ওডেস্কের নিয়মকানুনগুলো জানেন।
) U.S. English Basic Skills Test
) English Spelling Test (U.S. Version) এই দুটি টেস্টে পাশ করলে ক্লায়েন্ট বুঝবে আপনি ইংরেজীতে দক্ষ।

How to apply on tests :
অপনার প্রোফাইলের হোমপেজ থেকে Find Contractors & Jobs >Test ক্লিক করুন। এখন উপরের ছবির মতো পেজ আসবে যেখানে সবগুলো টেস্টের নাম আছে।

এখন আপনি যে বিষয়ের টেস্ট দিতে চান সেটির উপর ক্লিক করুন। তখন টেস্টের সিলেবাস এবং নিয়মকানুন আসবে, এগুলো দেখে পরীক্ষা দিয়ে দিন। আর পরীক্ষা দেওয়ার পূর্বে ভাল করে প্রস্তুতি নিতে ভুলবেন না।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgujtamCqcJRriyE14RCRAsFZX2yc21CT1W6h2kHHf1tjjUVBH9P-fQ7OFHqV9fCMzFA-xTOZwkGGu1LpjxIFKWXwNQhQ5UYfyoAYqkr6XYSGecn70iDFlmRlvwWb3YQbIrzX1jVlWLij8/s1600/2.jpg

এখন আপনি যে বিষয়ের টেস্ট দিতে চান সেটির উপর ক্লিক করুন। তখন টেস্টের সিলেবাস এবং নিয়মকানুন আসবে, এগুলো দেখে পরীক্ষা দিয়ে দিন। আর পরীক্ষা দেওয়ার পূর্বে ভাল প্রস্তুতি নিতে ভুলবেন না।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguTS6pHGatR5gn2I6xoqNupla2oHV-sxcQtsSioDrK_-MXqd3-hjN7RWwIsyR3OPSZj9c4eQq3vDOUpayYYiCQShhfRtlxUocgk5ivbbA8hTkHh2hHvtPcYmIY7VkHQFkhx-nXfO82w14/s1600/3.jpg




How to write cover-letter:
কভার লেটার হচ্ছে ওডেস্কের কাজের আবেদনপত্র অনেকেই কভার লেটার লিখার নির্দিষ্ঠ নিয়মের কথা বলেন, তবে আমার কাছে মনে হয় আপনি যে কাজের জন্য আবেদন করছেন কভার লেটারের মাধ্যমেই আপনাকে বুঝাতে হতে যে কাজটায় আপনি দক্ষ। যেমন আমি প্রথম চারটি জব পাই নিচের সাধারণ কভার লেটারটি দিয়ে

Dear Sir,

I have 2 years experience in web development.
Please see my latest project:

http://www.domain1.com/
http://www.domain2.subdomain.com/
http://www.domain3.com/theme/spark
http://www.domain4.com/

And accept me
Thanks
Myname

ভাল হয় যতি আরেকটু সুন্দরভাবে নিচের মত করে কভার লেটার লিখতে পারলে,

Hi,
I have gone through your job posting, and I'm very much interested to
work with you. I have completed several web development projects.
And I think I can support you on this with my best effort. You can visit
my latest web projects.

http://www.domain1.com/
http://www.domain2.com/
http://www.domain3.com/

Looking forward to hearing from you :)

With Thanks
Myname

কভার লেটারে কি কি বিষয় থাকতে হয় তা নিচের লেটারে দেখানো হল
  1. Introduction (includes salutation/greetings, name “I am Monir”, title “a freelance web designer”, country “from the Bangladesh” and brief work history “I’ve been working as a web designer for so and so years, creating and designing websites for various so and so companies…”). If the client was the one who invited me to apply for the position, I always begin my cover letter by thanking him/her for considering me for an interview.
  2. A brief summary of the job description. This is important because it shows that you have actually read and understood the job description.
  3. Skills. Describe your related skills.
  4. Availability, schedule and other work-related details. Most of the questions/items raised in the job posting or in the message sent by clients are about skills and competencies, availability and rate, so make sure you cover them in 3 and 4.
  5. End note (“Thank you”, “Looking forward to hear from you again”, etc) and signature.
You don’t have to follow this guide exactly, but at least you’ll have an idea of the structure and you can be creative with your own cover letter.

কভার লেটার সম্পর্কে আরও জানতে আপনি এই পোস্টটি দেখে নিতে পারেন।


Special tips for new comers:
) প্রথমদিকে খুবই কম বজেটে বিড করুন এবং টাকার দিকে গুরুত্ব না দিয়ে রেটিং এবং ফিডব্যাকের প্রতি গুরুত্ব দিন।
) যে প্রজেক্টে বিড করবেন তা ভালকরে বুঝে নিন কোন একটি রিক্যেয়ারমেন্ট না পারলে কাজ না নেওয়াই ভাল।
) যে প্রজেক্টে বিড করবেন সে প্রজেক্টের ক্লায়েন্ট সম্পর্কে অন্য কন্টাক্টররা কি ফিডব্যক দিয়েছে এবং তার পেমেন্ট পদ্ধতি ভেরিফাইড আছে কিনা দেখে নিন।
) আপনার কাজের ব্যাপারে ১০০% থাকুন।
) সাধারনত এই এশিয়ান সাবকন্টিনেন্টের (ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া) ক্লায়েন্টদের প্রজেক্টে বুঝেশুনে বিড করুন, তারা অনেক সময়ই কথা দিয়ে কথা রাখে না। আপনি নিশ্চিন্তে আমেরিকান, কানাডিয়ান, ইউরোপিয়ান, অষ্টেলিয়ান ক্লায়েন্টদের প্রজেক্টে বিড করতে পারেন।
) নতুন কাজে বেশি বিড করুন। একটা নতুন জব পোস্ট হওয়ার কয়েক ঘন্টার মধ্যে বিড করতে পারলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ সময় ক্লায়েন্ট প্রথম কয়েকজনের মধ্যেই কাউকে ইন্টারভিউতে ডাকে।
) সুন্দর, সাধারণ এবং সংক্ষিপ্ত কভার লেটার লিখুন। ক্লায়েন্টের চাহিদাগুলো ভালোভাবে পড়ুন এবং রিক্রয়ারমেন্ট অনুসারে কভার লেটার লিখতে চেষ্টা করুন। কেন আপনি এই কাজের উপযোগী, কেন আপনাকে ক্লায়েন্ট নিয়োগ করবে সে কথা পরিষ্কার করে লিখুন। আগের যদি কোন অভিজ্ঞতা বা কাজের নমুনা থাকে তাহলে তার লিংক দিন কভার লেটারে। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যাবহার করবেন না।
) নতুনরা ৫০ ডলারের কাজের জন্য ১০ ডলারের মধ্যে বিড করুন কেন কম বিড করেছেন সেটা কাজদাতাকে কভার লেটারে লিখুন। বলুন- আপনি ওডেস্কে নতুন। আপনি অনেক কাজ জানেন এবং অভিজ্ঞ। কিন্তু যেহেতু নতুন তাই এই মুহূর্তে আপনার টাকার চেয়ে ভালো কিছু ফিডব্যাক দরকার। তাই কম টাকা বিড করেছেন। দেখবেন সহজেই ইন্টারভিউতে ডাক পাবেন, যার অর্থ হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে আরও কিছু জানতে চাচ্ছে। যা জানতে চাচ্ছে তা পরিষ্কার জবাব দিন। বাড়তি কথা বলবেন না। নিজের কাছে নিজে থাকবেন। এবং বলবেন- আপনি পরিশ্রমী, অভিজ্ঞ এবং
) বাংলাদেশ সময় ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়ে বিড করুন। এই সময়ে ওডেস্কে সবচেয়ে বেশি জব পোস্ট হয় এবং বিডকারীর সংখ্যা তুলনামূলক কম থাকে। এই সময়ে বিড করলে ইন্টারভিউতে দ্রুত ডাক পাওয়া যায়।
১০) প্রতিদিন বুঝে কমপক্ষে দুটি জবে বিড করুন। নতুনদের অনেক বেশী বিড করতে হবে, যত বেশী জবে বিড করবেন কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশী থাকবে। বিষয়টি এমন নয় যে আপনি নতুন, আপনাকে ২০-২৫টি জবে বিড করেই জব পেয়ে যাবেন। আপনি নতুন হিসেবে ধরে নিতে পারেন কমপক্ষে ২০০টি জব বুঝে বিড করার পর প্রথম কাজটি পাবেন তবে প্রথম কয়েকটি বিড করেয় কাজটি পেয়ে যেতে পারেন।


মূল কথা হচ্ছে, ওডেস্ক বা অন্য যেকোন মার্কেটপ্লেসে যদি সফলতার সাথে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে যেকোন একটি বিয়য়ে ভালভাবে দক্ষ হোন। সেটি হতে পারে সফ্টওয়্যার ডেভলাপমেন্ট, ওয়েব ডেভলাপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, সার্স ইন্জিন অপটিমাইজেশন, ডাটা এন্ট্রি বা সশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর আপনার পছন্দের মার্কেটপ্লেসে একটি একাউন্ট খুলুন এবং আপনার প্রোফাইল শক্তিশালী করুন, তারপর নির্দিষ্ট বিয়য়ের জবগুলোতে ভালভাবে বুঝে বিড করুন এবং কভার লেটারের মাধ্যমে ক্লায়েন্টকে বুঝান যে কাজটায় আপনি দক্ষ। তাহলে সাফল্য পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না……………………………………..



SPECIAL TIPS FOR JOB BODY: …

এবার আলোচনা করা যাক ওডেস্ক- জবে বিড করার পদ্ধতি নিয়ে ওডেস্ক- জবে বিড করার জন্য আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন হোম পেজ থেকে মাউস পয়েন্টারটিকে মেন্যু বার এর Find Contractors & Jobs লিংকের উপর নিয়ে আসুন তাহলে নিচের ছবির মতো একটি ড্রপডাউন মেন্যু আসবে
odesk-menu
এই মেন্যু থেকে Find Jobs লিংকে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো ওডেস্ক-এর জব ক্যাটাগরির একটি পেজ আসবে
এখানে ওডেস্ক-এর সকল ক্যাটগরি এবং এদের সাব ক্যাটাগরির তালিকা পাবেন। এই তালিকা থেকে আপনার উপযুক্ত এবং পছন্দনীয় ক্যাটাগরিটি নির্বাচন করুন এবং উক্ত লিংকের উপর মাউস পয়েন্টর দিয়ে ক্লিক করুন। তাহলে উক্ত বিভাগের পোস্টকৃত জবের টাইটেল এবং বর্ণনা প্রদর্শিত হবে। যা দেখতে নিচের ছবির মতো।
job-page
এখান থেকে আপনি যে কোন একটি জবের লিংকের উপর ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
fixed-price-job1
এই পেজে উক্ত জবের টাইটেল এবং জবের বিস্তারিত বর্ণনা দেখা যাবে। জবটি কিভাবে সম্পন্ন করতে হবে বায়ার তা জব ডিক্রিপশনে উল্লেখ করে থাকেন। ডান পাশে লক্ষ্য করে দেখুন লেখা আছে Job Overview| এই অংশে আপনি জানতে পারবেন জবের টাইপ, জবের বাজেট, কখন শুরু করতে হবে, কখন জমা দিতে হবে ইত্যাদি বিভিন্ন তথ্য। About the Employer অংশ থেকে আপনি জানতে পারবেন বায়ারের অবস্থান, পেমেন্ট মেথড, ফিডব্যাকসহ আরও বিভিন্ন তথ্য। এগুলো সব কিছু দেখে যদি ধারণা হয় আপনি কাজটি সফল ভাবে করতে পারবেন তাহলে হলুদ রংয়ের Apply to this Job বাটনে ক্লিক করুন। যদি জবটি বা প্রজেক্টটি  Fixed price হয়ে থাকে তাহলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
fixed-2
এই পেজ থেকে Paid to you অপশনে এই প্রজেক্টটি সম্পন্ন করতে কত ফি নেবেন তার পরিমান লিখুন। এবার মনে প্রশ্ন আসতে পারে এখানে কত দেব? চিন্তার কোন কারণ নেই বায়ারের যা বাজেট তাই Charged to Employer এর ঘরে লিখে দিন। তাহলে এর ভেতরে ওডেস্ক এর ফি সহ আপনার ফি সব একসাথে হয়ে যাবে। এখন ভাবছেন বায়ারের বাজেট কত তা জানবো কিভাবে? Charged to Employer এর নিচে বায়ারের বাজেট উল্লেখ থাকে
আগেই বলা হয়েছে ওডেস্ক Fixed price জবের পেমেন্টের নিশ্চয়তা দেয়না তাই Upfront payment অপশনের মাধ্যমে বায়ারকে তার বাজেটের কিছু অংশ ওডেস্কে জমা রাখতে বলতে পারেন। কিন্তু একটা  সমস্যা হতে পারে অনেক বায়ার এই কাজটি পছন্দ করেন না। তাই আপনার অ্যাপলিকেশনটি বাতিল হতে পারে। কভার লেটারের টেক্সট বক্সে কভার লেটার লিখুন। যদি অ্যাপলিকেশনের রিলেটেড কোন ফাইল দিতে চান তাহলে Browse বাটনটি ব্যবহার করে ফাইলটি আপলোড করুন। এবার Apply to this job বাটনে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো একটি পপ আপ পেজ আসবে।
popup
এখানে ওডেস্ক Fixed price জবের তিনটি রুলস্থাকবে এগুলো Accept করার জন্য Yes I Understand চেকমার্ক বক্সে টিক দিন এবং Continue to apply বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে  নিচের ছবির মতো My Job Application পেজটি আসবে।
my-job-application-page
Hourly জবের ক্ষেত্রে Apply to this Job বাটনে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ আসবে।
hourly-job
এখানে Paid to you এর ঘরে আপনার Hourly লিখুন। তারপর কভার লেটার লিখুন। যদি কোন ফাইল সাবমিট করতে চান তাহলে Browse বাটনটি ব্যবহার করে ফাইলটি আপলোড করুন। Agree to terms চেকমার্ক বক্সে টিক এবং Apply to this job বাটনে ক্লিক করুন
ব্যস আপনার অ্যাপলিকেশন কমপ্লিট। এভাবে বিড করতে থাকুন আপনার পছন্দের প্রজেক্ট গুলোতে
THANK YOU EVERY BODY..
- ShazzaD